হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে ১ দিন ব্যাপি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়েছে । তারিখঃ ০৩ জুন রোজ সোমবার । সময়ঃ সকাল ০৭ ঘটিকা হইতে বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত। স্থানঃ তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা লোহাগড়া। উক্ত প্রশিক্ষণে অংশগ্রনের জন্য সকলকে বিনিতভাবে অনুরোধ করা হচ্ছে।