বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
০১৯১৭৬১৩৪২৪/০১৯০৭৬৯৫১১৭ tahfizulquranlohagara@gmail.com

বিজয় দিবসের শুভেচ্ছা

TQLAdmin ডিসেম্বর ১৬, ২০২৩

🇧🇩বিজয় দিবসের শুভেচ্ছে🇧🇩
লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে।কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।মাগো তোমার চোখের জলে,জয় বাংলা ধ্বনি তুলে, হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই।তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই..বিশ্বমাঝে উচ্চাসনে,পাক বাহিনীর নির্যাতনে,আর হবেনা শোষণ, এবার তোমার আপন ঘরে।রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।