আল-কুরআন বিশ্ব মানবতার মুক্তি সনদ।আল্লাহ তায়ালার এর বিশেষ নিয়ামত। Source Of Knowledge, সর্বশ্রেষ্ঠ মো’জেজা।যাতে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাদ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা।আল-কুরআন সংরক্ষণে হাফেজগণ বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় হিফজুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাই উন্নত পরিবেশে হিফজ শিক্ষার মাধ্যমে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হাফেজে কুরআন তৈরীর লক্ষ্যে “তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা লোহাগড়া” প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের দেশে সাধারণ শিক্ষার মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মানসম্পন্ন মাদ্রাসা তথা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতায় অভিবাবক মহল আজ উদ্বিগ্ন। এ অবস্থাকে সামনে রেখে “তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা লোহাগড়া” প্রতিষ্ঠা করা হয়েছে। সকলএর সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে ইং-শা-আল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুক-আমিন।